বিশ্বক্রিকেটের সবচেয়ে বেশি অর্থসমৃদ্ধ টি-২০ লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল'র অষ্টম আসরের পর্দা উঠছে আগামী মঙ্গলবার। এ উপলক্ষ্যে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে তারকাসমৃদ্ধ জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অভিনেতা ঋত্বিক রোশন, ফারহান আখতার, শহীদ কাপুর, প্রিতম ও অভিনেত্রী আনুশকা শর্মা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। খবর আইএএনএস
ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ২ ঘন্টার এ উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে। এবাবের আসরে গতবারের মতোই আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিটি দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীরা iplt20.com সাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন। প্রোগ্রামটি লাইভ দেখাবে সনি ম্যাক্স ও সনি সিক্স চ্যানেল।
উল্লেখ্য, আইপিএল'র বর্তমান চ্যাম্পিয়ন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কেকেঅার। দলটির হয়ে এবারও খেলছের টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিডি-প্রতিদিন/ ৫ এপ্রিল ২০১৫/শরীফ