নতুন পোশাক পাওয়ার মজাই আলাদা। আর তাই নতুন জার্সি পেয়েই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু ও ভক্তদের জন্য শেয়ার করলেন বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেট তারকা সাকিব আল হাসান। জার্সিটি পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে ভারতে রয়েছেন বাংলাদেশের এ ক্রিকেটার। এবারও সাকিব খেলবেন কিং খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে। প্রতিযোগিতা সামনে রেখে ক্লাবের ক্রিকেটারদের জন্য নতুন জার্সি তৈরি করেছে কেকেআর।
নতুন জার্সি গায়ে জড়িয়ে অনুশীলনও করেছে গৌতম বাহিনী। সাকিবও তার বাইরে ছিলেন না। নতুন জার্সি পরার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাকিব।
তিন দিন পরই শুরু হবে আইপিএলের অষ্টম আসর। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মু্ম্বাই ইন্ডিয়ান্সের। উদ্বোধনী ম্যাচ হবে আগামী ৮ এপ্রিল।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৫/ এস আহমেদ