মাশরাফি মর্তুজা যখন বোলিং করে তখন গ্যালারিতে গর্জন ওঠে। গতকালও গর্জন উঠেছিল। শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হাজার খানেক দর্শক চিৎকার করছিলেন ম্যাশ ম্যাশ বলে! কিন্তু রুবেল হোসেন বোলিংয়ে আসার পর গ্যালারির আওয়াজটা যেন কয়েকগুণ বেড়ে যায়। কাল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে বোঝা গেল মাশরাফির চেয়েও যেন বেশি জনপ্রিয় রুবেল হোসেন। অবশ্য এর পেছনে কারণ হচ্ছে, রুবেলের বিতর্কিত নানা কাণ্ড ও বিশ্বকাপে তার আগুন ঝড়া পারফরম্যান্স। কালকের ম্যাচে একই দলে ছিলেন দুই তারকা পেসার প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলে। তারপরেও কাল জিততে পারেনি দক্ষিণাঞ্চল। মুমিনুল হকের দল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের কাছে ৬ উইকেটে হেরে যায় মাশরাফিরা।
কাল খেলা হয়েছে সবুজ উইকেটে। তার পরেও সুবিধা আদায় করে নিতে পারেননি দেশসেরা দুই বোলার মাশরাফি ও রুবেল। অথচ কাল প্রথমে ব্যাটিং করতে নেমে স্পিনার আরাফাত সানির আগুন ঝড়া বোলিংয়ে তোপের মুখে পড়ে ধসে যায় মাশরাফির প্রাইম ব্যাংক। ৩৮.৫ ওভারে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় ইনিংস। সর্বোচ্চ ৫১ রান এসেছে ওপেনার সৈকত আলীর ব্যাট থেকে। মাত্র ১১ রানে চার উইকেট নিয়েছেন আরাফাত সানি। ২১ রানে দুই উইকেট নিয়েছেন নাবিল সামাদ। একটি করে উইকেট নিয়েছেন আবুল হাসান, অলোক কাপালি ও মুমিনুল হক।
১২৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের ক্যারিশমায় ২৬ ওভারেই জয় নিশ্চিত করে ইসলামী ব্যাংক। দুই উইকেট নিয়েছেন রুবেল হোসেন। মাশরাফি উইকেট পেয়েছেন একটি। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন আরাফাত সানি।
এদিকে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে নাসির হোসেনের নেতৃত্বাধীন বিসিবি নর্থ জোন। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়ালটন সেন্ট্রাল জোন নির্ধারিত ৫০ ওভারে ২০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে অপরাজিত থাকেন শামসুর রহমান শুভ। অধিনায়ক মাহমুদুল্লাহ মাত্র ৪ রানে সাজঘরে ফিরেন। তবে মোশাররফ হোসেনের অপরাজিত ৪১ রানের ইনিংস লড়াই করার মতো স্কোর এনে দেয় দলকে। বিসিবি নর্থ জোনের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ২১০ রানের লক্ষে খেলতে নেমে ৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি নর্থ জোন। ৭৬ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন অধিনায়ক নাসির। এছাড়াও নাঈম (২৯) ও ফরহাদ (২০) দলের জয়ে ভূমিকা রাখেন। ওয়ালটন সেন্ট্রাল জোনের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন শহিদ ও মোশাররফ। ম্যাচ সেরার পুরস্কার জিতেন বিসিবি নর্থ জোনের নাসির হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন সেন্ট্রাল জোন : ৫০ ওভারে ২০৯/৬ (শামসুর ৭৬, মোশাররফ ৪১, তাইজুল ৩/২৯)।
বিসিবি নর্থ জোন : ৪৯.৩ ওভারে ২১১/৮ (নাসির ৭৬, শহিদ ৩/৩৯, মোশাররফ ৩/৩৬)।
ফলাফল: বিসিবি নর্থ জোন ২ উইকেটে জয়ী।
প্রাইম ব্যাংক সাউথ জোন : ৩৮.৫ ওভারে ১২২ (সৈকত ৫১, আরাফাত ৪/১১)।
ইসলামি ব্যাংক ইস্ট জোন : ৩৬ ওভারে ১২৩/৪ (লিটন ৪৫, রুবেল ২/২৮)।
ফলাফল : ইসলামি ব্যাংক ৬ উইকেটে জয়ী।