৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে পেশাদার ফুটবল লিগ। ফেডারেশন চিন্তায় ছিল এবারের লিগ স্পন্সরহীন অবস্থায় অনুষ্ঠিত হয় কিনা। না, খেলা মাঠে গড়ানোর আগে এ চিন্তা দূর হয়েছে। ভিনটেইজ ডেনিম লিমিটেডের সঙ্গে বাফুফের এক বছর চুক্তি হয়েছে। লিগের নামকরণ করা হয়েছে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মান্যবর ভিনটেইজের সহযোগী প্রতিষ্ঠান। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কিমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সঙ্গে স্পন্সরের চুক্তিতে স্বাক্ষর করেন ভিনটেইজের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরী। এ সময় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুর রহিম, ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, স্পন্সর প্রতিষ্ঠানের মো. শায়েদুর রহমান মৃধা, ডাইরেক্টর এবি এ গ্রুপ আসাদুর রহমান কিরণ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র শেখ জাকির হোসেন ছাড়াও উভয়পক্ষের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিগের স্পন্সর উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ফুটবল উন্নয়নে শুধু সরকারি নয় বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন মান্যবরের মতো অন্যান্য প্রতিষ্ঠানও ফুটবলে পৃষ্ঠপোষকতার জন্য এগিয়ে আসবে। বাফুফে একটা লক্ষ্য নিয়ে কাজ করছে তা পূরণের জন্য প্রয়োজন প্রচুর অর্থের। কারণ বিশ্বে যারা ফুটবলে এগিয়ে যাচ্ছে এর পেছনে অর্থ ব্যয় করছে। পৃষ্ঠপোষকতা ছাড়া কোনোভাবেই ফুটবলে উন্নয়ন সম্ভব নয়।