সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের অতিথি গ্রানাডা। লা লিগার পয়েন্ট তালিকায় ১৯ নম্বর দল। ফলাফলটা অনুমেয়ই ছিল। জয়-পরাজয়ের হিসাবের বাইরে গত কয়েক ম্যাচে ফর্মহীন ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেই দৃষ্টি ছিল ভক্তদের। সেই রোনালদো গতকাল জ্বলে উঠলেন আপন মহিমায়। ভক্তদের মধ্যে ছড়িয়ে দিলেন প্রাণের উচ্ছ্বাস। নিজেকে সম্পূর্ণ মেলে ধরে রিয়াল মাদ্রিদকে উপহার দিলেন এক অসাধারণ জয়। ৯-১ গোলে গ্রানাডাকে উড়িয়ে দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এর পাঁচটা গোলই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো! দুই গোল করেছেন করিম বেনজেমা এবং একটা গেরেথ বেলে। গ্রানাডারা মেইঞ্জ একটা গোল উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। লস ব্ল্যাঙ্কোসদের এ বিশাল জয়ের পর কার্লো আনসেলত্তির কথার সত্যতা খুঁজে পেতে পারে ভক্তরা। ম্যাচের আগেরদিনই তিনি বলেছিলেন, এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে রিয়াল পরাজয় দলের জন্য ভালোই হয়েছে। কয়েক সপ্তাহ আগে এল ক্ল্যাসিকোতে ২-১ গোলে বার্সেলোনার কাছে পরাজয় স্বীকার করেছিল রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদকে দুই বছর আগেও হারিয়েছে গ্রানাডা। সেই ইতিহাস মনে রেখে গতকাল তারা কিছুটা অফেন্সিভ ফুটবল খেলতে শুরু করেছিল। ফলাফল, রিয়াল মাদ্রিদের গতিশীল আক্রমণে বিধ্বস্ত হয়ে গেল গ্রানাডা। ২৫ মিনিটে ওয়েলসিয়ান তারকা গেরেথ বেলে রিয়াল মাদ্রিদকে প্রথম গোল উপহার দেন। এরপরই শুরু হয় রোনালদো 'শো'। ৩০ মিনিটে জেমস রদ্রিগেজের এসিস্টে গোল করেন রোনালদো। লা লিগায় গোলদাতার তালিকায় মেসিকে স্পর্শ করেন এ গোলের মাধ্যমেই (৩২টি)। এরপর ৩৬ ও ৩৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ এ তারকা। রোনালদো 'শো' এখানেই শেষ হয়নি। দ্বিতীয়ার্ধে গোলের সূচনা করেন ফরাসি তারকা করিম বেনজেমা। ৫২ মিনিটে কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজের এসিস্টে গোল করেন বেনজেমা। ঠিক দুই মিনিট পরই রোনালদো ম্যাচে তার চার নম্বর গোল করেন। ৫৬ মিনিটে বেনজেমার দ্বিতীয় গোলে ৭-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রোনালদো গ্রানাডার কফিনে শেষ পেরেক ঠুকেন ৮৯ মিনিটে হেডারে। এর ফাঁকে গ্রানাডার মেইঞ্জ আত্দঘাতী গোল করে রিয়ালের জয়ের ব্যবধান বাড়ান। গ্রানাডাকে সান্ত্বনার গোলটা উপহার দেন রবার্ট ইবানেজ।
লা লিগায় চলতি মৌসুমে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৩৬টি। মেসি ৩২ গোল নিয়ে আছেন দুই নম্বরে। এ বিশাল জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার কাছাকাছিই থাকল কার্লো আনসেলত্তির শিষ্যরা। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
এদিকে শনিবার লা লিগায় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে কর্ডোবাকে। গ্রিজম্যান এবং সাউল গোল করেছেন দলের পক্ষে। এ জয়ে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।