এটিএন বাংলা গোল্ডকাপ ৩০তম জাতীয় হকি প্রতিযোগিতা ফাইনালে খেলবে বাংলাদেশ নৌবাহিনী ও ফরিদপুর জেলা। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে প্রথম সেমিফাইনালে নৌবাহিনী ৫-৩ গোলে ১৩ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে। বিজয়ী দলের মাইনুল ইসলাম কৌশিক হ্যাটট্রিকসহ ৩ গোল করেন। কৃষ্ণ কুমার দাস ও রাসেল মাহমুদ জিমি ১টি করে গোল করেন। সেনাবাহিনীর পক্ষে রোকনুজ্জামান, শুভ কুমার ঘোষ ও মো. মিলন গোলগুলো করেন।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে ফরিদপুর জেলা ২-১ গোলে ৯ বারের চ্যাম্পিয়ন ঢাকা জেলাকে হারিয়ে দেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১০ মিনিটে মাকসুদ আলম হাবুলের গোলে ঢাকা জেলা এগিয়ে যায়। কিন্তু ৩০ মিনিটে পুস্কার ক্ষিসা মিমো ও অভিজ্ঞ খেলোয়াড় মুসা মিয়া গোল করে ফরিদপুরকে ফাইনালে নিয়ে যায়। আজ বিকাল ৩টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।