মৌসুমের শুরু থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে নিজেদের কাছে কাউকে তেমন একটা ভিড়তে দেননি হোসে মরিনহো। দিনে দিনে ব্যবধানটা এতটাই বেড়েছে, এখন আর কেউ ইচ্ছে করলেও ব্লুজদের স্পর্শ করার সাহস করতে পারছে না। আর্সেন ওয়েঙ্গার বলছেন বটে, আর্সেনালেরও সুযোগ আছে শিরোপা জেতার। কিন্তু এটা একটা দূরতম সম্ভাবনার চেয়ে বেশি কিছু নয়। শনিবার লিভারপুলের বিপক্ষে আর্সেনালের ৪-১ গোলের জয়ের পরও চেলসিকে স্পর্শ করা অনেকটা অসম্ভবই। সেদিন চেলসিও জিতেছে। স্ট্যামফোর্ড ব্রিজে মরিনহোর শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। স্কটিশ ফুটবলার অ্যাডাম চার্লির ৬৪ গজ দূর থেকে করা একটা দুরন্ত গোলও স্টোক সিটিকে বাঁচাতে পারেনি। ইডেন হ্যাজার্ড এবং রেমি চেলসিকে জয় এনে দেন। শনিবার জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। রেড ডেভিলরা ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলাকে হেরেরার ডাবল এবং রুনির এক গোলে ৩-১ ব্যবধানে হারিয়েছে।
মৌসুমের শেষ ধাপের ম্যাচগুলো খেলছে ইংলিশ লিগের দলগুলো। এ অবস্থানে এসেও চেলসির রয়েছে একক শ্রেষ্ঠত্ব। এক ম্যাচ কম খেলেও ৭ পয়েন্টে এগিয়ে থেকে চেলসি অবস্থান করছে শীর্ষে। ৩০ ম্যাচে মরিনহোর শিষ্যদের অর্জন ৭০ পয়েন্ট। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান দুই নম্বরে। ম্যানচেস্টার ইউনাইটেড শনিবারের জয়ে ৬২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তিন নম্বরে। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। অবশ্য আজ ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই আবারও দ্বিতীয় স্থান দখল করবে পেল্লেগ্রিনির শিষ্যরা। মৌসুমের শেষদিকে এসে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি কঠিন লড়াই করছে মরিনহোর চেলসিকে স্পর্শ করার জন্য। তবে মরিনহো ছুটছেন তার আপন গতিতে।