শচীন দিলেও
বিশ্বকাপে আইসিসির গঠনতন্ত্র লঙ্ঘন করে ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন শ্রীনিবাসন। এ নিয়ে ক্রিকেট বিশ্বে এখনো বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকারিয়া পিন্টু বলেন, শ্রীনিবাসন বিশ্ব ক্রিকেটে কতটা যে বিতর্কিত এতে প্রমাণ মিলেছে। অথচ ফাইনালে মঞ্চে থাকা শচীন টেন্ডুলকারও যদি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার দিতেন এত বিতর্ক হতো না।
বলা যায় না
আইপিএল খেলতে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ভারতে গেছেন। এর আগেও গেছেন কিন্তু এবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আইসিসির গঠনতন্ত্র লঙ্ঘন করে ভারতের শ্রীনিবাসন ফাইনালে পুরস্কার দেওয়াতে এখনো বিতর্কের ঝড় বইছে। এতে করে ভারত বেশ বিব্রতবোধ করছে। এক্ষেত্রে ভারতীয় মিডিয়া কৌশল খাটিয়ে সাকিবের কোনো সাক্ষাৎকার ছেপে না ফেলে। এ অবস্থাও উড়িয়ে দেওয়া যায় না। সাকিব বলেননি কিন্তু পত্রিকায় এমনভাবে লিখলো যাতে পাঠকরা সাকিবকে ভুলও বুঝতে পারে।
বিশ্বকাপ জেতা
১৩ বছর ধরে ফুটবল লিগে শিরোপার মুখ দেখছে না ঢাকা মোহামেডান। এবারও কি একই অবস্থা থাকবে। এ ব্যাপারে ক্লাবের সাবেক এক ফুটবলার মন্তব্য করেছেন এবার লিগে মোহামেডানের শিরোপার আশা করা মানে বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নের মতোই।
নিষিদ্ধ রেফারি!
বাজেভাবে ম্যাচ পরিচালনোর জন্য আফ্রিকান নেশনস কাপের এক রেফারিকে নিষিদ্ধ করেছে মহাদেশটির ফুটবল কনফেডারেশনস (সিএএফ)।
আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে তিউনিসিয়া ও বিষুবীয় গিনির ম্যাচটিতে রেফারি জান্দ্রেপ্রসাদ সিচুর্ন খেলোয়াড়দের সঠিকভাবে সামাল দিতে পারেননি বলে জানায় সিএএফ। ম্যাচের যোগ করা সময়ে সিচুর্ন বিষুবীয় গিনিকে একটি পেনাল্টি দেন। এই পেনাল্টি থেকে গোলেই ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে তারা। ম্যাচ শেষে তিউনিসার কর্মকর্তারা রেফারির মুখোমুখি হন। এই কারণে তাদের ফেডারেশনকে ৫০ হাজার ডলার জরিমানা করে সিএএফ। সঙ্গে রেফারিকেও শাস্তি দিতে ছাড়েনি তারা।