ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে এবারও যুক্তরাষ্ট্রের মিয়ামি ওপেনের শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। এর ফলে এ নিয়ে পঞ্চমবারের মতো টুর্নামেন্টটি জিতলেন বিশ্বের এক নম্বর এ তারকা। রবিবার অনুষ্ঠিত ফাইনালে মারেকে ৭-৬ [৭-৩], ৪-৬, ৬-০ গেমে হারান জোকোভিচ। এ জয়ের মধ্য দিয়ে মারের বিরুদ্ধে জয়ের ধারাকে টানা ৭টিতে নিয়ে গেলেন তিনি। সেইসঙ্গে মারের বিরুদ্ধে জয়ের পরিসংখ্যানকে ১৮-৮ এ নিয়ে গেলেন জোকোভিচ। খবর বিবিসির
নোভাক জোকোভিচ সেমিফাইনালে ৬ ফুট ১০ ইঞ্চি লম্বা মার্কিন টেনিস তারকা জন ইসনারকে ৭-৬[৩], ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেন। আর মারে চেক রিপাবলিকের টমাচ বারদিচকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেছিলেন।
এদিকে, মিয়ামি ওপেন জয়ের মধ্য দিয়ে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হিসেবে শুধু নিজের অবস্থানই ধরে রাখলেন না জোকোভিচ। সেই সঙ্গে স্পেনিশ তারকা রাফায়েল নাদালের টানা ১৪১ সপ্তাহ শীর্ষে থাকার সঙ্গে সামিল হলেন তিনি। আর টুর্নামেন্টের ফাইনালে উঠার মধ্য দিয়ে মারে চার নম্বর থেকে তিন নম্বরে উঠে আসলেন।
অপরদিকে, টুর্নামেন্টে মেয়েদের এককে শিরোপা জিতেছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস (৩৩)। ফাইনালে স্পেনিশ টেনিস তারকা কার্লা সুয়ারেজ নাভারোকে (২৬) ৬-২, ৬-০ গেমে হারান বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা সেরেনা। এ নিয়ে অষ্টমবারের মতো মিয়ামি ওপেনের শিরোপা জিতেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৬ এপ্রিল ২০১৫/শরীফ