‘প্রতিটা দিনই টেবিল টেনিসের’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাবিশ্বে প্রথমবারের মতো পালিত হচ্ছে বিশ্ব টেবিল টেনিস দিবস। ‘টেবিল টেনিস সবার জন্য, সর্বত্র’ এই স্লোগান নিয়ে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) উদ্যোগে প্রথমবারের মতো আজ সারাবিশ্বে পালিত হচ্ছে। প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ৯০ বছর পর এবারই প্রথম ৬ এপ্রিলকে বিশ্ব টিটি দিবস হিসেবে ঘোষণা দিয়েছে সংস্থাটি।
আইটিটিএফের অন্তর্ভুক্ত বিশ্বের ২২০টি দেশ পালন করা হচ্ছে দিবসটি। পরিসংখ্যান অনুসারে ফুটবল, ক্রিকেট, টেনিস ও রাগবির পরই বিশ্বের জনপ্রিয় খেলা টেবিল টেনিস সংক্ষেপে টিটি।
এদিকে, বাংলাদেশ টিটি ফেডারেশন এ উপলক্ষে আজ কোনো কর্মসূচিই রাখেনি। ১০ এপ্রিল একটি সেমিনারের আয়োজন করেছে। তবে সাবেক টিটি খেলোয়াড় জোবেরা রহমান লিনু, সাইদুল হক সাদী, ক্যাপ্টেন মাকসুদ আহমেদ, কামরুল হুদা, আবেদ হোসেন ফারুক, নোমান সুফিয়ান, মোস্তফা বিল্লাহ ও এনায়েত হোসেন মারুফ মিলে হাতে নিয়েছেন একটি ব্যতিক্রমী কর্মসূচি। টেবিল টেনিসের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ঘরে ঘরে টিটির কোচিং কোর্স চালু করতে চান তারা বলে জানা গেছে। এ জন্য আগ্রহী অভিভাবক ও খেলোয়াড়দের প্রাথমিক পর্যায়ে সরবরাহ করা হবে উন্নতমানের টেবিল ও ব্যাট। প্রথমে দেওয়া হবে ৪টি করে ব্যাট ও ৬০টি বল।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল, ২০১৫/ রশিদা