দলটাকে নিজ হাতে গড়েছেন লুইস এনরিকে। তাদের মূল শক্তি সম্পর্কে যেমন স্পষ্ট ধারণা আছে তার তেমনি জানা আছে দূর্বলতাও। তারপরও মেসিদের মতো বিশ্বসেরা তারকাদের নিয়ে সেল্টা ভিগোর মুখোমুখি যখন হলেন লুইস এনরিকে দেখা গেল, দুই দলের পার্থক্য খুব একটা নেই। গত নভেম্বরে ন্যু ক্যাম্পে সেল্ট ভিগোর কাছে পরাজয়ের দুঃসহ স্মৃতি কি তবে আবারও ফিরে আসছে! ম্যাচের শুরু থেকেই নিষ্প্রভ লিওনেল মেসি। সুয়ারেজ-নেইমারদেরও নিষ্ক্রিয় করে রেখেছিল সেল্টা ভিগোর ডিফেন্স লাইন। প্রথমার্ধ শেষ হওয়ার পরও কেউ নিশ্চিত করে ম্যাচের ভাগ্য বলতে পারছিল না। তবে শেষ পর্যন্ত কাতালানদের সম্মান রাখলেন জেরেমি ম্যাথুস। ৭৩ মিনিটে জাভির এসিস্টে ডাইভিং হেডারে দারুণ এক গোল করে দলের ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। অনেক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন মেসি-নেইমাররা। তবে সেল্টা ভিগোর মাঠে এ জয় তাদেরকে লা লিগার শীর্ষস্থানে নিরাপদেই রাখল। রবিবার বিকালে রিয়াল মাদ্রিদ ৯-১ গোলে গ্রানাডাকে উড়িয়ে দিয়েছিল রোনালদোর 'প্রথম পঞ্চমে'। তবে রিয়াল মাদ্রিদ এই দুরন্ত জয়েও বার্সেলোনাকে স্পর্শ করতে পারল না। ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এদিকে রবিবার লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ভ্যালেন্সিয়া। এ ড্রয়ে পয়েন্ট তালিকার চার নম্বরেই রয়ে গেল তারা। ২৯ ম্যাচে ৬১ পয়েন্ট সংগ্রহ করেছে ভ্যালেন্সিয়া। অ্যাটলেটিকো মাদ্রিদ সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিন নম্বরে। ভিয়ারিয়াল ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে আছে ছয় নম্বরে। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সেভিয়ার অবস্থান পাঁচ নম্বরে।