বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল নির্ধারিত দিনে হচ্ছে না। ১১ এপ্রিল ফাইনাল হওয়ার কথা থাকলেও সেদিন মাশরাফিদের সংবর্ধনা অনুষ্ঠান থাকায় ফাইনাল অনুষ্ঠিত হতে একদিন পর ১২ এপ্রিল। এদিকে বিসিএলের দ্বিতীয় দিনে গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৩ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়ালটন সেন্ট্রাল জোন ৪৫.৩ ওভারে ২১৩ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন ধীমান ঘোষ। এছাড়াও অধিনায়ক মাহমুদুল্লাহ ৩১ রান করেন। প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করে ওয়ালটনের ইনিংসে ধস নামান রুবেল হোসেন। ২টি করে উইকেট নেন আবদুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়র। ২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে উইকেট হারালেও উদ্বোধনী ব্যাটসম্যান সৈকত আলি ভালোভাবেই হাল ধরেন। তার ৫০ রানেই জয়ের লক্ষ্যে এগুতে থাকে প্রাইম ব্যাংক। তবে ইলিয়াস সানি (৩ উইকেট) এবং শুভগত হোমরা (২উইকেট) প্রতিপক্ষকে ভালোভাবেই চেপে ধরেছিলেন। এই অবস্থায় প্রাইম ব্যাংকের অধিনায়ক মাশরাফি মাত্র ৩৩ বলে ৫০ রানের এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরার পুরস্কারও জয় করেন তিনি।