এটিএন বাংলা ৩০তম জাতীয় হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২-১ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। ২৩ মিনিটে প্রশান্ত কুমার সরকারের গোলে ফরিদপুর এগিয়ে গেলেও দুই মিনিট পর নৌবাহিনীর মাইনুল ইসলাম কৌশিক তা শোধ করে দেন। ৪৬ মিনিটে পুস্কর ক্ষিসা মিমোর গোলই ফরিদপুর শিরোপা জিতে নেয়। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী ২-১ গোলে ঢাকাকে হারিয়ে আসরে তৃতীয় স্থান দখল করেছে।
সেনাবাহিনীর মিলন হোসেন, সিরাজুল ইসলাম আর ঢাকার পক্ষে একমাত্র গোলটি করেন অজিত কুমার ঘোষ।
ফরিদপুর জেলা হকির পুস্কর ক্ষিসা মিমো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় মনোনীত হন। তাকে ১৫ হাজার টাকার পুরস্কার দেওয়া হয়। ১২টি গোল দিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হন নৌবাহিনীর মাইনুল ইসলাম কৌশিক। তিনিও পান ১৫ হাজার টাকা। এছাড়া চ্যাম্পিয়ন দল ৫০ ও রানার্স-আপ দলকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুস সাদেক উপস্থিত ছিলেন।