মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আইপিএলের অষ্টম আসর। যেখানে অংশ নিতে ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন আনুশকা শর্মা। বিরাট কোহলির বান্ধবী হিসেবে নয়, আনুশকা যাচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাতে। শুধু আনুশকা নয়, থাকছেন হৃত্তিক রোশন, শহিদ কাপুরের মতো আরও নামিদামি বলিউড তারকা।
এরইমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকারা। সোমবার বিরাট কোহলির হাত ধরেই বিমানবন্দর থেকে বের হলেন আনুশকা শর্মা। পৌঁছে গেছের হৃতিকও। রিহার্সেল করেছেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ২ ঘণ্টাব্যাপী। থাকছেন ফারহান আক্তার ও তার ব্যান্ড দল এবং সুরকার প্রীতম ও তার ব্যান্ড দলসহ আরও অনেকে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করবেন সাইফ আলি খান।
একদিন পর শুরু হবে ব্যাট-বলের লড়াই। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
এই প্রথমবারের মত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকা হৃত্তিকের একাই পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। তবে শহিদ কাপুরকে নিয়ে মঞ্চ মাতাবেন আনুশকা।
ফ্র্যাঞ্চাইজি অধিনায়কদের শপথবাক্য পাঠ করাবেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৫/ এস আহমেদ