ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিংয়ের দৃঢ় ধারণা, এম এস ধোনির জন্যই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার ছেলের। এর আগেও এ জন্য কাঠগড়ায় তুলেছেন ভারতীয় ওয়ান-ডে দলের অধিনায়ককে। আজ মঙ্গলবার শুধু দোষারোপই নেই আক্ষরিক অর্থেই ধোনিকে অভিশাপ দিয়েছেন যোগরাজ। তার কথায়, একটা সময় আসবে যখন ধোনিকে হাত পেতে ভিক্ষে করতে হবে। ফকিরের দশা হবে ওঁর।
ধোনির যে 'বাড়বাড়ন্ত', তার জন্য একহাত মিডিয়াকেও নেন যোগরাজ। তার ধারণা, মিডিয়া ধোনির মাথায় যে 'মুকুট' পরিয়েছে, ধোনি তার যোগ্য নন। সেই মিডিয়াকে ধোনি এখন আক্রমণের লক্ষ্যবস্তু করেছে বলে মত যুবরাজের বাবার।
এখানেই শেষ নয়। এতটাই তেলেবেগুণে খেপেছেন ধোনিকে রাবণের সঙ্গে তুলনা টানতেও কসুর করেননি যোগরাজ। তিনি মনে করেন, একমাত্র রাবণের সঙ্গেই তুলনা টানা যেতে পারে এম এস ধোনির। তার কথায়, ধোনির মধ্যে অহংকার রয়েছে। সেই অহংকারই তার পতনের কারণ হবে। যেমন হয়েছিল রাবণের। ২০১১-র বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন যুবরাজ সিং। স্বাভাবিকভাবেই যোগরাজের মতো যুবরাজও আশা করেছিলেন এই বিশ্বকাপেও দলে জায়গা পাবেন।
যোগরাজ মনে করেন, নির্বাচকরা যুবরাজকে দলে নিতে চাইলেও, ধোনি রাজি হননি। একমাত্র তার আপত্তিতেই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে তার ছেলেকে।
তিনি ধোনি সম্পর্কে এখন কথা বলতেই লজ্জাবোধ করেন। যোগরাজের কথায়, আগে ভাবতাম ঈর্ষা থেকে লোকে ধোনির সম্পর্কে আজেবাজে মন্তব্য করে। পরে ভেবে দেখেছি, না। তার মন্তব্য, আমার জীবনে এমন ভয়ংকর মানুষ আগে দেখিনি।
২০১১-র বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ তুলে বলেন, যুবরাজ ব্যাট করতে নামছিল। কিন্তু, ধোনি ওকে নামতে না দিয়ে, নিজেই ব্যাট হাতে নেমে পড়ে। সবার চোখে হিরো হয়ে যায়। এর পরই প্রশ্ন তোলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেন এবার তা হলে চার নম্বরে ব্যাট করতে নামলেন না? কেন ব্যাটিংয়ে ধস সত্ত্বেও ছয়ে নামলেন? তিনি যদি গ্রেটই হবেন, তা হলে দলকে ঠিক জায়গায় নেমে পথ দেখানো উচিত ছিল।
যা-ই হোক, যুবরাজ কিন্তু সতর্কভাবেই এই বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছেন। বাবা কী বললেন, তা নিয়ে মন্তব্য না-করে যুবরাজ বলেন, ফর্মের জন্যই বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হয়নি।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব