শেখ জামাল ও ফরাশগঞ্জের শক্তির পার্থক্য আকাশ-পাতাল বলা যায়। দেশের অধিকাংশ তারকা খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে শেখ জামাল। বিদেশি কালেকশনও চোখে পড়ার মতো। তাই মান্যবর বাংলাদশে প্রিমিয়ার ফুটবল লিগে উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন শেখ জামাল জয় দিয়েই শুরু করবে এ প্রত্যাশা ফুটবলপ্রেমীদের ছিল। হ্যাঁ, জয় দিয়েই মামুনুলরা যাত্রা করেছে ঠিকই। কিন্তু দুর্বল ফরাশগঞ্জকে হারাতেই চিন্তায় পড়ে গিয়েছিল তারা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৪-১ গোলে ফরাশগঞ্জকে পরাজিত করেছে শেখ জামাল। শুরুতেই চমকিয়ে দিয়েছিল ফরাশগঞ্জ। ৮ মিনিটে বিপজ্জনক এলাকায় ফরাশগঞ্জের পিটারকে অবৈধভাবে বাধা দেন জামালের কেস্টকুমার। পেনাল্টি থেকে গোল করে ফরাশগঞ্জকে এগিয়ে রাখেন পিটারই। এরপরই সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে শেখ জামাল। জালে বল পাঠাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিটে ইয়ামিনের কাছ থেকে বল পেয়ে গোল করেন ওয়েডসন। এরপর আরও সুযোগ এসেছিল কিন্তু সুযোগ হাত ছাড়া করাতে প্রথমার্ধে খেলা ১-১ গোলেই থেমে থেকে। দ্বিতীয়ার্ধে শেখ জামাল শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে। ৪৮ মিনিটে চমৎকার ফ্রি কিকে গোল করে চ্যাম্পিয়নদের এগিয়ে রাখেন ল্যান্ডিং। প্রথমার্ধে শেখ জামালকে জামাল রূপে দেখা না গেলেও দ্বিতীয়ার্ধে ছিল অপ্রতিরোধ্য। আসলে ফরাশগঞ্জ এই শক্তি নিয়ে কত আর লড়তে পারে। তারা যে প্রথমে গোল করেছে এটাই যথেষ্ট। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে দিশেহারা করে রাখেন মামুনুলরা। ৬৬ মিনিটে মামুনুল বুদ্ধিমত্তার সঙ্গে জালে বল পাঠালে শেখ জামালের দুশ্চিন্তাও দূর হয়ে যায়। পুরো মাঠ তাদের নিয়ন্ত্রণে চলে যায়। দৌড় ছাড়া এ সময় ফরাশগঞ্জ কিছুই করতে পারছিল না। ইনজুরি টাইমে শেষ গোলটি করেন ল্যান্ডিং। ৪-১ গোলে প্রথম ম্যাচেই জয়। এতে সন্তুষ্ট হতে পারে শেখ জামাল। কিন্তু রক্ষণভাগে যে জড়তা দেখা যায় তা কাটিয়ে উঠতে না পারলে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেই তাদের পয়েন্ট হারানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। নাসির মাঠে নামেননি। তার পরিবর্তে মাঠে অধিনায়কের দায়িত্ব পালন করেন ইয়ামিন। ম্যাচ শেষে তিনি বলেন, প্রথম ম্যাচ, আশা রাখি পরবর্তীতে আমরা আরও ভালোভাবে জ্বলে উঠব। শেখ জামাল ১১ এপ্রিল দ্বিতীয় ম্যাচ খেলবে পেশাদার লিগে নতুনভাবে উঠে আসা রহমতগঞ্জের বিপক্ষে।
শিরোনাম
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি