শেখ জামাল ও ফরাশগঞ্জের শক্তির পার্থক্য আকাশ-পাতাল বলা যায়। দেশের অধিকাংশ তারকা খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে শেখ জামাল। বিদেশি কালেকশনও চোখে পড়ার মতো। তাই মান্যবর বাংলাদশে প্রিমিয়ার ফুটবল লিগে উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন শেখ জামাল জয় দিয়েই শুরু করবে এ প্রত্যাশা ফুটবলপ্রেমীদের ছিল। হ্যাঁ, জয় দিয়েই মামুনুলরা যাত্রা করেছে ঠিকই। কিন্তু দুর্বল ফরাশগঞ্জকে হারাতেই চিন্তায় পড়ে গিয়েছিল তারা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৪-১ গোলে ফরাশগঞ্জকে পরাজিত করেছে শেখ জামাল। শুরুতেই চমকিয়ে দিয়েছিল ফরাশগঞ্জ। ৮ মিনিটে বিপজ্জনক এলাকায় ফরাশগঞ্জের পিটারকে অবৈধভাবে বাধা দেন জামালের কেস্টকুমার। পেনাল্টি থেকে গোল করে ফরাশগঞ্জকে এগিয়ে রাখেন পিটারই। এরপরই সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে শেখ জামাল। জালে বল পাঠাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিটে ইয়ামিনের কাছ থেকে বল পেয়ে গোল করেন ওয়েডসন। এরপর আরও সুযোগ এসেছিল কিন্তু সুযোগ হাত ছাড়া করাতে প্রথমার্ধে খেলা ১-১ গোলেই থেমে থেকে। দ্বিতীয়ার্ধে শেখ জামাল শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে। ৪৮ মিনিটে চমৎকার ফ্রি কিকে গোল করে চ্যাম্পিয়নদের এগিয়ে রাখেন ল্যান্ডিং। প্রথমার্ধে শেখ জামালকে জামাল রূপে দেখা না গেলেও দ্বিতীয়ার্ধে ছিল অপ্রতিরোধ্য। আসলে ফরাশগঞ্জ এই শক্তি নিয়ে কত আর লড়তে পারে। তারা যে প্রথমে গোল করেছে এটাই যথেষ্ট। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে দিশেহারা করে রাখেন মামুনুলরা। ৬৬ মিনিটে মামুনুল বুদ্ধিমত্তার সঙ্গে জালে বল পাঠালে শেখ জামালের দুশ্চিন্তাও দূর হয়ে যায়। পুরো মাঠ তাদের নিয়ন্ত্রণে চলে যায়। দৌড় ছাড়া এ সময় ফরাশগঞ্জ কিছুই করতে পারছিল না। ইনজুরি টাইমে শেষ গোলটি করেন ল্যান্ডিং। ৪-১ গোলে প্রথম ম্যাচেই জয়। এতে সন্তুষ্ট হতে পারে শেখ জামাল। কিন্তু রক্ষণভাগে যে জড়তা দেখা যায় তা কাটিয়ে উঠতে না পারলে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেই তাদের পয়েন্ট হারানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। নাসির মাঠে নামেননি। তার পরিবর্তে মাঠে অধিনায়কের দায়িত্ব পালন করেন ইয়ামিন। ম্যাচ শেষে তিনি বলেন, প্রথম ম্যাচ, আশা রাখি পরবর্তীতে আমরা আরও ভালোভাবে জ্বলে উঠব। শেখ জামাল ১১ এপ্রিল দ্বিতীয় ম্যাচ খেলবে পেশাদার লিগে নতুনভাবে উঠে আসা রহমতগঞ্জের বিপক্ষে।
শিরোনাম
- তুরস্কে ভূমিকম্প: ১ কোটি মানুষকে সতর্ক করতে ব্যর্থ গুগল, নিহত অন্তত ৫৫ হাজার
- ৫ বছরে সর্বনিম্ন এলসি খোলার পরিমাণ জুনে
- গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেললো জর্ডান-আমিরাত
- ২৫০ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্র অচল: একক দরদাতার ফাঁদে বন্দি প্রকল্প
- পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৯, আহত ৩০
- টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
- গিল, সুন্দর ও জাদেজার সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
- দুই তরুণের গোলে জয় দিয়েই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু বার্সার
- ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৫ কোটি রুপির মামলায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার
- পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি
- ছাত্ররা দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে : মেজর হাফিজ
- মেয়েকে চার বছর ধরে বন্দী, ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতেন বাবা
- নির্বাচন যত বিলম্ব হবে, আধিপত্যবাদী শক্তি ততই ষড়যন্ত্রের জাল বিস্তার করবে : প্রিন্স
- ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং পিচে খেলা জরুরি : নান্নু
- ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল
- চিত্রনায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই
- গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন
জয় দিয়ে শুরু শেখ জামালের
শেখ জামাল ৪ : ১ ফরাশগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর