কলকাতা নাইট রাইডার্স বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আইপিএলের অষ্টম আসর শুরুর আগে নাইটদের বুকে খচখচানি! কারণটা পরিষ্কার, গত আসরে অঘোষিত ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ সাকিব আল হাসান এবার দুই ম্যাচের বেশি খেলতে পারবেন না। গত আসরে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শাহরুখের কলকাতাকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করেছিলেন সাকিব। এবারও ফর্মের তুঙ্গে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের আগে বিগব্যাশে মেলবোর্ন রেনিগেডসের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন। কিন্তু পাকিস্তান সফরের জন্য দুই ম্যাচ খেলেই বাংলাদেশের ফ্লাইড ধরতে হবে সাকিবকে।
তবে নাইট রাইডার্সের বড় অস্বস্তি ছিল ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইনের খেলতে না পারার ঘটনা! কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়ে গেছেন নারাইন। আজ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দেখা যেতে পারে তাকে।
সুনীল নারাইনকে বলা হয় ‘রহস্যময়ী’ স্পিনার! তার বল ব্যাটসম্যানরা বুঝতেই পারেন না। নাইটদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তারও। কিন্তু গত বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে ‘সন্দেহ’ করা হয়। একারণে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। আইপিএলের এবারের আসরে সুনীল নারাইন যাতে খেলতে না পারে এ জন্য সরব ছিল এন শ্রীনিবাসনের ঘনিষ্ঠ বিসিসিআইয়ের একটা গ্রুপ! কিন্তু তাদের চক্রান্ত শেষ পর্যন্ত আর সফল হয়নি। ডালমিয়া সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। তাই প্রথম ম্যাচ থেকেই হয়তো খেলতে পারবেন নারাইন।
নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে আইপিএলের অষ্টম আসর। আজ মুখোমুখি দুই অধিনায়ক গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। ভারতীয় দুই তারকার মধ্যে আইপিএলের বাইরেও একটা স্নায়ুর দ্বন্দ্ব ছিল! কেননা এবারের বিশ্বকাপে জায়গা হয়নি গম্ভীরের। তার জায়গায় শেখরের ধাওয়ানের সঙ্গে ভারতের ইনিংসে ওপেন করেছেন রোহিত। হয়তো আজ সামনে পেয়ে ২২ গজে সেই আক্ষেপটাই ঝাড়তে চাইবেন গম্ভীর।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের পর আইপিএলের প্রতি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ যে অনেক কমে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকের ম্যাচটির দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। কারণ একটাই, খেলছেন সাকিব আল হাসান। ভক্তদের প্রত্যাশা থাকবে, সাকিব ভালো পারফর্ম করুক আর ম্যাচ জিতে যাক কলকাতা নাইট রাইডার্স।
শিরোনাম
- তুরস্কে ভূমিকম্প: ১ কোটি মানুষকে সতর্ক করতে ব্যর্থ গুগল, নিহত অন্তত ৫৫ হাজার
- ৫ বছরে সর্বনিম্ন এলসি খোলার পরিমাণ জুনে
- গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেললো জর্ডান-আমিরাত
- ২৫০ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্র অচল: একক দরদাতার ফাঁদে বন্দি প্রকল্প
- পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৯, আহত ৩০
- টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
- গিল, সুন্দর ও জাদেজার সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
- দুই তরুণের গোলে জয় দিয়েই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু বার্সার
- ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৫ কোটি রুপির মামলায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার
- পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি
- ছাত্ররা দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে : মেজর হাফিজ
- মেয়েকে চার বছর ধরে বন্দী, ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতেন বাবা
- নির্বাচন যত বিলম্ব হবে, আধিপত্যবাদী শক্তি ততই ষড়যন্ত্রের জাল বিস্তার করবে : প্রিন্স
- ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং পিচে খেলা জরুরি : নান্নু
- ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল
- চিত্রনায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই
- গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন
মাঠে গড়াচ্ছে আইপিএল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর