বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ট্যুর প্রফেশনাল টুর্নামেন্ট ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’। গতকাল এ উপলক্ষে কুর্মিটোলা গফল ক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ গলফ ফেডারেশন ও বসুন্ধরা গ্রুপের মধ্যে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে বসুন্ধরা গ্রুপের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ স্বাক্ষর করেন। মে মাসের শেষ সপ্তাহে ৩ লাখ ডলার সমপরিমাণ প্রাইজমানির এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বসুন্ধরা গ্রুপ প্রাইজমানি ছাড়াও টুর্নামেন্টের সব ব্যয় বহন করবে।
এর আগে বাংলাদেশে ইন্ডিয়ান সার্কিটের পেশাদার টুর্নামেন্ট ও এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর অনুষ্ঠিত হলেও এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুদিনের কাক্সিক্ষত আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্ট। এতদিন ব্যয়বহুল এ টুর্নামেন্ট স্পন্সরের অভাবে অনুষ্ঠিত হতে পারেনি। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায়ই বাংলাদেশের গলফে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। এ টুর্নামেন্টে পৃথিবীর বিভিন্ন দেশের পেশাদার গলফাররা অংশগ্রহণ করবেন। সিদ্দিকুর রহমানসহ বাংলাদেশের প্রায় ৩০ জন পেশাদার গলফার এ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন। গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাফওয়ান সোবহান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ গলফের উন্নয়নের পাশাপাশি দেশের যে কোনো খেলার উন্নয়নে ভূমিকা রাখতে চায়, যাতে এ দেশের তরুণ সমাজ উপকৃত হয়।’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানের বিশেষ আগ্রহেই এ টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে।’ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এ টুর্নামেন্টের আয়োজন বাংলাদেশের গলফকে অনেক দূর এগিয়ে দেবে।’ সিদ্দিকুর রহমানরা অনেক দিন থেকেই এ টুর্নামেন্টের স্বপ্ন দেখছিলেন। সে স্বপ্ন এবার বাস্তবায়িত হতে যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান ছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা মেজর জেনারেল মাহবুব হায়দার খান (অব.), উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, উপদেষ্টা (বসুন্ধরা গ্রুপ) ও প্রকাশক (ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ) ময়নাল হোসেন চৌধুরী ও উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ। গলফ ফেডারেশনের পক্ষ থেকে আবুল ফজল ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান ও ফেডারেশনের জুনিয়র ডিভিশন গলফের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহা. মাসুদ রাজ্জাক।
শিরোনাম
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় পেশাদার গলফ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর