বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ট্যুর প্রফেশনাল টুর্নামেন্ট ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’। গতকাল এ উপলক্ষে কুর্মিটোলা গফল ক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ গলফ ফেডারেশন ও বসুন্ধরা গ্রুপের মধ্যে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে বসুন্ধরা গ্রুপের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ স্বাক্ষর করেন। মে মাসের শেষ সপ্তাহে ৩ লাখ ডলার সমপরিমাণ প্রাইজমানির এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বসুন্ধরা গ্রুপ প্রাইজমানি ছাড়াও টুর্নামেন্টের সব ব্যয় বহন করবে।
এর আগে বাংলাদেশে ইন্ডিয়ান সার্কিটের পেশাদার টুর্নামেন্ট ও এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর অনুষ্ঠিত হলেও এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুদিনের কাক্সিক্ষত আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্ট। এতদিন ব্যয়বহুল এ টুর্নামেন্ট স্পন্সরের অভাবে অনুষ্ঠিত হতে পারেনি। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায়ই বাংলাদেশের গলফে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। এ টুর্নামেন্টে পৃথিবীর বিভিন্ন দেশের পেশাদার গলফাররা অংশগ্রহণ করবেন। সিদ্দিকুর রহমানসহ বাংলাদেশের প্রায় ৩০ জন পেশাদার গলফার এ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন। গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাফওয়ান সোবহান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ গলফের উন্নয়নের পাশাপাশি দেশের যে কোনো খেলার উন্নয়নে ভূমিকা রাখতে চায়, যাতে এ দেশের তরুণ সমাজ উপকৃত হয়।’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানের বিশেষ আগ্রহেই এ টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে।’ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এ টুর্নামেন্টের আয়োজন বাংলাদেশের গলফকে অনেক দূর এগিয়ে দেবে।’ সিদ্দিকুর রহমানরা অনেক দিন থেকেই এ টুর্নামেন্টের স্বপ্ন দেখছিলেন। সে স্বপ্ন এবার বাস্তবায়িত হতে যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান ছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা মেজর জেনারেল মাহবুব হায়দার খান (অব.), উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, উপদেষ্টা (বসুন্ধরা গ্রুপ) ও প্রকাশক (ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ) ময়নাল হোসেন চৌধুরী ও উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ। গলফ ফেডারেশনের পক্ষ থেকে আবুল ফজল ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান ও ফেডারেশনের জুনিয়র ডিভিশন গলফের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহা. মাসুদ রাজ্জাক।
শিরোনাম
- তুরস্কে ভূমিকম্প: ১ কোটি মানুষকে সতর্ক করতে ব্যর্থ গুগল, নিহত অন্তত ৫৫ হাজার
- ৫ বছরে সর্বনিম্ন এলসি খোলার পরিমাণ জুনে
- গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেললো জর্ডান-আমিরাত
- ২৫০ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্র অচল: একক দরদাতার ফাঁদে বন্দি প্রকল্প
- পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৯, আহত ৩০
- টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
- গিল, সুন্দর ও জাদেজার সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
- দুই তরুণের গোলে জয় দিয়েই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু বার্সার
- ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৫ কোটি রুপির মামলায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার
- পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি
- ছাত্ররা দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে : মেজর হাফিজ
- মেয়েকে চার বছর ধরে বন্দী, ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতেন বাবা
- নির্বাচন যত বিলম্ব হবে, আধিপত্যবাদী শক্তি ততই ষড়যন্ত্রের জাল বিস্তার করবে : প্রিন্স
- ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং পিচে খেলা জরুরি : নান্নু
- ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল
- চিত্রনায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই
- গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন
বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় পেশাদার গলফ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর