গতকাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০১৫ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উঠায় তাকে এ গণসংবর্ধনা দেওয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল বেলা সাড়ে ৪টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ক্রিকেট দলের এ অধিনায়ককে ফুলেল শুভেচ্ছায় বরণের পাশাপাশি প্রাণঢালা গণসংবর্ধনা দেওয়া হয়। এর আগে বেলা ৪টায় 'নড়াইল এক্সপ্রেস' মাশরাফি হেলিকপ্টারযোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে পৌঁছান। সেখান থেকে সুসজ্জিত বিশাল মোটর শোভাযাত্রা সহকারে শহর প্রদক্ষিণ শেষে মঞ্চে নিয়ে যাওয়া হয়। মাশরাফির পাশাপাশি তার গর্বিত পিতা গোলাম মোর্তুজা স্বপন, মা হামিদা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়। ঘরের ছেলের কৃতিত্বে গর্বিত নড়াইলবাসী।
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ থেকেই উঠে এসেছিলেন রিয়াদ। সেই সার্কিট হাউজ মাঠেই গতকাল বিকাল থেকে সন্ধ্যা নাগাদ তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনার জবাবে রিয়াদ দেশের জন্য আরও ভালো খেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, 'সামনে পাকিস্তানের সঙ্গে আমাদের সিরিজ। দলের এবং আমাদের জন্য আপনারা দো'আ করবেন।' নিজের চেনা সেই মাঠের বিশাল মঞ্চে দাঁড়িয়ে বারবার স্মৃতিকাতর হয়ে পড়েন মাহামুদুল্লাহ।
এ সময় আবেগ আপ্লুত হয়ে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। নিজেই এ কথা স্বীকার করে তিনি বলেন, 'অনেক কথাই বলতে চাচ্ছি। বলতে পারছি না। নিজেকে নার্ভাস লাগছে। এ ধরনের সিচুয়েশনে কখনো পরিনি।'