অনুশীলনের সময় গতকাল ইনজুরিতে পড়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। তার জায়গা ওয়ানডে দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার সাদ নাসিম। মাকসুদ বিশ্বকাপেও সুবিধা করতে পারেননি। ২৭ বছর বয়সী এই পাকিস্তানি ছয় ইনিংসে করেছেন মাত্র ১৫৩ রান। তখনই প্রশ্ন উঠেছিল তার ফিটনেস নিয়ে। তারপরেও বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-২০ দলে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরি কারণে ছিটকে পড়তে হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, মাকসুদের বাম হাতের একটা হাড়ে চিড় ধরেছে। পাকিস্তান ক্রিকেটে এখন বড় সমস্যার নাম ইনজুরি। ফিটনেস ঘাটতির কারণে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপ শুরুর আগে নাম প্রত্যাহার করে নিতে হয়েছিল জুনায়েদ খানকে।