সাত ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ এখন ঢাকায়। সিরিজ শুরুর আগে প্রস্তুতি হিসেবে একটি ম্যাচও খেলেছে প্রোটিয়াস যুবারা। কিন্তু জিততে পারেনি। হেরেছে। হারের তেতো স্বাদ নিয়ে প্রোটিয়াস যুবারা আজ সাত ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নামছে। প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। সাত ম্যাচ সিরিজের হবে আজ ও ১০ এপ্রিল প্রথম দুটি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১৩ ও ১৫ এপ্রিল তৃতীয় ও চতুর্থ ম্যাচ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং ১৮, ২১ ও ২৩ এপ্রিল শেষ তিন ওয়ানডে হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।