আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে ব্যাট-বলের লড়াই। তবে তার আগেই দু'দলের ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই শুরু হয়ে গেছে।
আইপিএল খেলতে ভারত যাওয়ার আগে গত সপ্তাহে সাকিব আল হাসান জানিয়েছিলেন অনভিজ্ঞ পাকিস্তান দলকে হারানোর এটাই মোক্ষম সুযোগ। সাকিবের সেই কথার জবাবে ইতিহাস ও পরিসংখ্যানকে টেনে এনে বাংলাদেশকে খোঁচা দিলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
হাফিজ বলেন, ‘সাকিব যা বলেছে সেটা আত্মবিশ্বাস থেকে বলেছে। এটা ভালো যদি এটার ওপর তাদের বিশ্বাস থাকে। শুনেছি মাশরাফি প্রথম ম্যাচে খেলবে না এবং সেই ম্যাচে সাকিব দলকে নেতৃত্ব দিবে। কিন্তু আপনি যদি সাম্প্রতিক অতীতের দিকে চোখ বুলান তবে দেখবেন, পাকিস্তান বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করেছে। তারা ১৯৯৯ সালের পর আমাদের আর হারাতে পারেনি।’
অনভিজ্ঞ দল সম্পর্কে হাফিজ বলেন, ‘পাকিস্তান ক্রিকেটারদের প্রতিভাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এই তরুণ খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করেছে এবং তারপর নির্বাচকরা তাদের দলে ডেকেছে। আমরা নতুন যুগে বাস করছি, অনেক নতুন খেলোয়াড় নিয়ে (বাংলাদেশ সফরে) যাচ্ছি। কিন্তু দল হিসেবে আমরা ভালো খেলা উপহার দিবো এবং নতুনরা আসন্ন সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।’
তবে বাংলাদেশ সমীহ করে হাফিজ বলেন, ‘বাংলাদেশ সদ্য সমাপ্ত বিশ্বকাপে দারূণ পারফরমেন্স করেছে, অসাধারণ পারফরমেন্স দেখিয়ে হাজার হাজার মানুষের মন জয় করেছে। গোটা টুর্নামেন্টে তারা যে রকম খেলা খেলেছে তাতে করে তাদের কোয়ার্টার ফাইনালে উঠার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। দল হিসেবে আমরা তাদের খাটো করে দেখছি না। বিশেষ করে ঘরের মাঠে তারা সব সময়ই শক্তিশালী প্রতিপক্ষ।’
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে এই পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৪৭ ম্যাচ খেলে শুধু ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে একমাত্র জয়টি পেয়েছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব