ভারতের নিজ শহর রাঁচিতে ট্রাফিক আইন অমান্য করে ৪৫০ রুপি জরিমানা গুনলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
গত সোমবার মোটরসাইকেল নিয়ে বের হন ধোনি। কিন্তু রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছিল না তার মোটরসাইকেলের। যে কারণে তাকে জরিমানা করা হয়।
রাঁচির ট্রাফিক পুলিশ জানায়, মোটরযান ধারা গাইডলাইন অনুযায়ী গাড়ির নম্বর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকা বাধ্যতামূলক। কিন্তু ধোনির মোটরসাইকেলে তা ছিল না। এই নিয়ম অমান্য করায় ধোনিকে জরিমানা করা হয়েছে। ধোনির বাড়িতে গিয়ে তার বাবার কাছে থেকে জরিমানার টাকাও নিয়ে এসেছে ট্রাফিক পুলিশ।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব