ক্রিকেট নিয়ে যাদের এতো মাথাব্যাথা তারাই কিনা টেস্ট র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে। শুধু তাই নয় টেস্টে সেরা ১০ বোলার ও ব্যাটসম্যানদের তালিকায়ও নেই কোনো ক্রিকেটার। ভাবছেন, এটা বাংলাদেশ বা জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিসের কথা। না বলা হচ্ছে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কথা। তালিকায় বাংলাদেশ আছে ৯ নম্বরে। ভারত-বাংলাদেশের মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ। শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া আছে দুইয়ে। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দখল করে রেখেছেন তালিকার চতুর্থ স্থানটি।
সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত। এ কারণে ৫০ ওভারের খেলায় তাদের অবস্থান দুইয়ে। কিন্তু টেস্টে তাদের দিকে তাকালে বিশ্বাস হবে এই দলটায় কিনা টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল ২০০৯ সালে। দলীয় অবস্থানের মতো ক্রিকেটার হিসেবে সেরা দশে খুঁজে পাওয়া যায় না কোনো ভারতীয়কে। তবে অলরাউন্ডার তালিকায় তিন নম্বরে থেকে দেশের মান রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান তালিকাটি শীর্ষস্থানটি এখনো ধরে রেখেছেন। ৩৯৮ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বেশ ওপরেই তিনি। শুধু তা-ই নয়, টি-টোয়েন্টির অলরাউন্ডার তালিকাতেও সবার প্রথমেই আছে সাকিবের নাম। ওয়ানডের সেরা ১০ বোলিং ও অলরাউন্ডারদের তালিকা দুটোতেও আছেন তিনি। ৩৮৮ পয়েন্ট নিতে ওয়ানডেতে অলরাউন্ডার হিসেবে তাঁর অবস্থান দ্বিতীয়। ওয়ানডে বোলারদের তালিকায় আছেন ১০ নম্বরে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/মাহবুব