অবশেষে নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আর নতুন এ দায়িত্ব পেতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার জন ব্রেসওয়েল। সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর আয়রিশদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব নেন দেশটির সাবেক ক্রিকেটার ফিল সিমন্স। ফলে বিশ্বকাপের পরপরই প্রধান কোচের পদটি শূন্য রয়েছে।
নিউজিল্যান্ডের হয়ে ৪১টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলা ব্রেসওয়েল ক্রিকেট থেকে অবসরের পর তিনি গ্লসটেশায়ার দলের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
সবকিছু ঠিক থাকলে আজ (বুধবার) আইরিশদের কোচের জন্য আবেদন করা ব্রেসওয়েলকে নিশ্চিত করতে পারে আয়ারল্যান্ড ক্রিকেট।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৫/মাহবুব