ভারত জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে যে অনিশ্চয়তা ছিল, আজ বুধবার তা কেটে গেছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন মহেন্দ্র সিং ধোনি ও তার সঙ্গীরা।
সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত।
সিরিজের ৩টি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।