চলতি মৌসুমে সেঞ্চুরি করলেন এমএসএন। মেসি, সুয়ারেজ এবং নেইমার। এ বার্সা ত্রয়ী চলতি মৌসুমে ১০৩ গোল করেছেন এরই মধ্যে। মঙ্গলবার স্প্যানিশ লা লিগায় গেটাফের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে মেসি, সুয়ারেজ ও নেইমারের আলোয় উজ্জ্বল ছিল কাতালানরা। লুইস এনরিকের শিষ্যরা ৬-০ গোলে হারিয়েছে গেটাফেকে। মেসি এবং সুয়ারেজ দুটি করে গোল করেছেন। একটা করে গোল করেছেন জাভি ও নেইমার।
গেটাফের বিপক্ষে বার্সেলোনার এ দুরন্ত জয় তাদেরকে লা লিগার শিরোপা জয়েই কেবল এগিয়ে দেয়নি বরং আগামী সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের জন্যও বাড়তি আত্দবিশ্বাস এনে দিল। ম্যাচের ৯ মিনিটেই মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মেসি ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ৪৭ মিনিটে। এর মধ্যে ২৫ ও ৪০ মিনিটে দুটি গোল করেন সুয়ারেজ। নেইমার ২৮ মিনিটে ও জাভি ৩০ মিনিটে গোল করেন বার্সেলোনার জার্সিতে। এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় লিওনেল মেসি ৩৮ গোল করলেন। ৩৯ গোল নিয়ে অবশ্য শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদোই।
স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে আছে বার্সেলোনা। কাতালানদের গোল ব্যবধান +৭৮ (৯৭-১৯)। অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোল ব্যবধান +৬৯ (৯৯-৩০)। লা লিগার শিরোপা জয় থেকে এখনো চার ম্যাচ দূরে দাঁড়িয়ে আছে বার্সেলোনা।
এদিকে স্প্যানিশ লা লিগা থেকে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গী হবে তিন নম্বর স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে চার নম্বর স্থান নিয়েই লড়াই হচ্ছে ভ্যালেন্সিয়া ও সেভিয়ার মধ্যে। ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভ্যালেন্সিয়া। তবে সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ঠিক পিছনেই আছে সেভিয়া।