বাংলাদেশের করা ৩৩২ রানের জবাবে খুলনা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতে গেছে সফরকারীরা। ফলে মিসবাহ বাহিনীর লিড এক রান।
এর আগে, বৃহস্পতিবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। তবে আজহার আলী এদিন বেশি দূর যেতে পারেননি। ব্যক্তিগত ৮৩ রানে তিনি শুভগত হোমের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন মোহাম্মদ হাফিজ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে ওয়ানডে সিরিজে পুরোপুরি ব্যর্থ এ পাকিস্তানি অলরাউন্ডার। অন্যদিকে, বিশ্বকাপে ব্যর্থতা ঝেড়ে ফেলে ৩১ রানে অপরাজিত আছেন ইউনুস খান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩২/১০, ১২০ ওভার (মুমিনুল ৮০, ইমরুল ৫১, মাহমুদউল্লাহ ৪৯, সৌম্য ৩৩, মুশফিক ৩২, সাকিব ২৫, তামিম ২৫; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬) ।
পাকিস্তান প্রথম ইনিংস: ২২৭/১, ৫৮ ওভার (মোহাম্মদ হাফিজ ১৩৭*, আজহার আলী ৮৩, ইউনুস খান ৩১*, সামি আসলাম ২০; তাইজুল ১/৪৩, শুভাগত হোম ১/৪১)
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৫/মাহবুব