সামি আসলাম, ইউনুস খানের পর এবার অধিনায়ক মিসবাহ উল হককে ফেরালেন তাইজুল ইসলাম। তারপরও মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে খুলনা টেস্টে রানের গড়তে চলেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ তিন উইকেটে ৪৯০ রান। সফরকারীদের লিড ১৫৮ রানের। ব্যাট হাতে ক্রিজে আছেন আসাদ শফিক (৪৩) ও সরফরাজ আহমেদ (৪৩)।
এর আগে, বৃহস্পতিবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। তবে আজহার আলী এদিন বেশি দূর যেতে পারেননি। ব্যক্তিগত ৮৩ রানে তিনি শুভাগত হোমের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন মোহাম্মদ হাফিজ। মধ্যাহ্ন বিরতির পর তুলে নেন বাংলাদেশ বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর অবশ্য বেশি দূর যেতে পারেননি হাফিজ। ব্যক্তিগত ২২৪ রানে তাকে ফেরান শুভাগত হোম।
এরআগে, টেস্টের ভয়ঙ্কর ব্যাটসম্যান ইউনুস খানকে মাত্র ৩১ রানে সরাসরি বোল্ড করে দেন তাইজুল ইসলাম। ব্যাটিংয়ে নেমে এরপর মিসবাহ রানের গতি বাড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু মিসবাহকে ৫৯ রানে নিজের তৃতীয় শিকারে পরিনত করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩২/১০, ১২০ ওভার (মুমিনুল ৮০, ইমরুল ৫১, মাহমুদউল্লাহ ৪৯, সৌম্য ৩৩, মুশফিক ৩২, সাকিব ২৫, তামিম ২৫; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬) ।
পাকিস্তান প্রথম ইনিংস: ৪৯০/৫, ১৩৫ ওভার (মোহাম্মদ হাফিজ ১৩৭*, আজহার আলী ৮৩, মিসবাহ উল হক ৫৯, ইউনুস খান ৩১, সামি আসলাম ২০; তাইজুল ৩/৮৩, শুভাগত হোম ১/৪১)
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৫/মাহবুব