মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরি আর চার অর্ধশতকের ওপর ভর করে খুলনা টেস্টে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে ৫৩৭ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। ফলে বাংলাদেশের চেয়ে তারা ২০৫ রানে এগিয়ে। আগামীকাল ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান আসাদ শফিক (৫১) ও সরফরাজ আহমেদ (৫১)।
এর আগে, বৃহস্পতিবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। তবে আগের দিন ৬৫ রান করা আজহার আলী এদিন বেশি দূর যেতে পারেননি। ব্যক্তিগত ৮৩ রানে তিনি শুভাগত হোমের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন মোহাম্মদ হাফিজ। মধ্যাহ্ন বিরতির পর তুলে নেন বাংলাদেশ বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর অবশ্য বেশি দূর যেতে পারেননি হাফিজ। ব্যক্তিগত ২২৪ রানে তাকে ফেরান শুভাগত হোম।
এরআগে, টেস্টের ভয়ঙ্কর ব্যাটসম্যান ইউনুস খানকে মাত্র ৩১ রানে সরাসরি বোল্ড করে দেন তাইজুল ইসলাম। ব্যাটিংয়ে নেমে এরপর মিসবাহ রানের গতি বাড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু মিসবাহকে ৫৯ রানে নিজের তৃতীয় শিকারে পরিনত করেন তিনি। পরে দিনের বাকিটা সময় বাংলাদেশি বোলারদের ওপর ঝড় বইয়ে দেন আসাদ শফিক ও সরফরাজ আহমেদ। এরমধ্যে সবচেয়ে বেশি ভয়ংকর ছিলেন সরফরাজ। মাত্র ৫৪ বলে ২ ছক্কা আর তিন চারে অপরাজিত ৫১ রান করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। অন্যপ্রান্তে সমান ৫১ রানে অপরাজিত আছেন শফিক।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩২/১০, ১২০ ওভার (মুমিনুল ৮০, ইমরুল ৫১, মাহমুদউল্লাহ ৪৯, সৌম্য ৩৩, মুশফিক ৩২, সাকিব ২৫, তামিম ২৫; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬) ।
পাকিস্তান প্রথম ইনিংস: ৫৩৭/৫, ১৩৫ ওভার (মোহাম্মদ হাফিজ ১৩৭*, আজহার আলী ৮৩, মিসবাহ উল হক ৫৯, আসাদ শফিক ৫১*, সরফরাজ আহমেদ ৫১*, ইউনুস খান ৩১, সামি আসলাম ২০; তাইজুল ৩/১১৬, শুভাগত হোম ২/১১২)
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৫/মাহবুব