পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিন আঙুলে ব্যথার কারণে মাঠে নামেননি অধিনাায়ক মুশফিকুর রহিম। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছেন সহঅধিনায়ক তামিম ইকবাল। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমরুল কায়েস। মুশফিকের ইনজুরি নয়, তা আগের দিনই জানান হয়েছিল। কিন্তু গতকালও ব্যথা ছিল তার আঙুলে। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিত খান বলেন, 'এক্স-রে করে কোনো চিড় দেখা যায়নি। তবে টিস্যুতে আঘাত পাওয়ার জন্য আজও (গতকাল) তার আঙুলে ব্যথা ছিল। তাই মুশফিককে বিশ্রামে রাখা হয়েছিল।'