বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটি ছিল মোহাম্মদ হাফিজের জন্য চরম হতাশার। টাইগারদের কাছে ৩-০ ব্যবধানে লজ্জাজনকভাবে সিরিজ হেরেছে পাকিস্তান। আর তিন ম্যাচে হাফিজের মোট রান ছিল ৮। ইনিংস তিনটি ছিল এমন ৪, ০ ও ৪। তারপরেও টেস্ট দলে হাফিজকে দেখে সমালোচনা করেছেন অনেকেই। কিন্তু টিম ম্যানেজমেন্টের যুক্তি ছিল, আগের সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন হাফিজ। তাই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে তাকে বাদ দেওয়ার কোনো উপায় ছিল না। সেই হাফিজই কিনা এখন পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে গতকাল ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানের ওপেনার। ৩৩২ বলে খেলেছেন ২২৪ রানের ইনিংস। ২৩ বাউন্ডারির সঙ্গে তিনটি বিশাল ছক্কা। বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর এটি। হাফিজের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড়ে পৌঁছে গেছে পাকিস্তান। ওয়ানডেতে হতাশার পর টেস্টে আত্মবিশ্বাসী ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে হাফিজ বলেন, 'ওয়ানডেতে আমি আমার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু টেস্টে আমার কৌশলগুলো প্রয়োাগ করতে পেরেছি। তাই সফল হয়েছি। ডাবল সেঞ্চুরি করার পর এখন অনেক খুশি লাগছে।'
এই উইকেটে প্রথম ইনিংসে রানই করতে পাচ্ছিলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। টপ অর্ডাররা রান পেলেও লোয়ার অর্ডার ব্যাটিং ধসের কারণে মাত্র ৩৩২ রানেই অলআউট হয়ে যায় মুশফিকরা। প্রথম দিন সংবাদ সম্মেলনে এসে মুমিনুল হক বলেছিলেন, 'এই উইকেটে রান করা খুবই কঠিন।' কিন্তু কাল ডাবল সেঞ্চুরি করা হাফিজ বললেন উল্টো কথা। পাকিস্তানি ওপেনার বলেন, 'প্রথম দিন উইকেট খুবই ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু দ্বিতীয় দিন কিছুটা কঠিন হয়েছে। তৃতীয় আরেকটু কঠিন ছিল।'