পাকিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় একদিনের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। ফলে সফরকারীদের অার হোয়াইটওয়াশ করা হলো না পাকিস্তানীদের। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই ২-০ ব্যবধানে নিশ্চিত করেছিল পাকিস্তান।
বৃষ্টির আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৬ রান করে পাকিস্তান। মোহাম্মদ হাফিজ দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন। এছাড়া বাবর আজম ৫৪, আজহার আলী ৪৬ ও আনোয়ার আলী অপরাজিত ৩৮ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩টি উইকেট পেয়েছেন সিকান্দার রাজা।
ফলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কার্টেল ওভারে ৪৬ ওভারে ২৮১ রানের টার্গেট দেওয়া হয় জিম্বাবুয়েকে। খেলতে নেমে পুরো ওভার ব্যাট করতে পারেনি জিম্বাবুয়ে। কারণ বৃষ্টিতে ভেসে যায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম অনুষ্ঠিত এ ম্যাচটি। বৃষ্টি শুরুর আগে ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান করেছিল জিম্বাবুয়ে। শেষ অবধি বৃষ্টি না থামায় মাঠে গড়ানি ম্যাচ। তাই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। আর সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন আজহার আলী।
বিডি-প্রতিদিন/১ জুন ২০১৫/শরীফ