কোপা আমেরিকায় এ গ্রুপ থেকে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে চিলি ও বলিভিয়া। গতকাল নকআউট পর্ব নিশ্চিত করলো ফেবারিট আর্জেন্টিনাও। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বি গ্রুপের কঠিন বাধা পাড়ি দিল লিওনেল মেসিরা। বি গ্রুপ থেকে নকআউট পর্বে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে গতবারের ফাইনালিস্ট প্যারাগুয়েও। তারা জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে গতকাল ভোরে। আগের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করায় প্যারাগুয়েও নকআউট পর্বে পৌঁছে গেছে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ। আর্জেন্টিনার জন্য চার বছর আগের কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল ম্যাচটা বার বার ফিরে আসছিল। যদিও মেসিরা বরাবরই বলেছেন, এ ম্যাচে প্রতিশোধের কোনো ব্যাপার নেই। কিন্তু ময়দানি লড়াইয়ে প্রতিশোধ ঠিকই নিয়ে নিল আলবেসিলেস্তরা। মাঠে খেলতেই দিল না উরুগুয়েকে! শেষ ১০/১৫ মিনিট ছাড়া উরুগুয়ের পায়ে তেমন একটা বলই ছিল না। তবে ম্যাচের ৫৬ মিনিটে জাবালেতার পাস থেকে আগুয়েরোর হেডারের আগে গোলের দেখা পায়নি আর্জেন্টাইনরা। ওই একটা গোলই জয়ের জন্য যথেষ্ট ছিল মেসিদের। তবে ভালো খেলার পাশাপাশি ভাগ্যও সাহায্য করেছে আর্জেন্টিনাকে। শেষের দিকে বেশ কয়েকটা দারুণ সুযোগ হাতছাড়া করেছে উরুগুয়ে। আর্জেন্টিনার কাছে হারলেও নকআউট পর্বে খেলার সুযোগ হারাননি কাভানিরা। প্যারাগুয়ের সঙ্গে ড্র করলেও শেষ আটে পৌঁছে যাবে চ্যাম্পিয়নরা।