বৃষ্টি শেষে ফের শুরু হয়েছে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। বৃষ্টির কারণে ১৫.৪ ওভার হওয়ার পরই খেলা বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর বিকেল ৫.১০ মিনিটে আবার খেলা শুরু হয়েছে। তবে কোনো ওভার কাটা হয়নি।
তবে বৃষ্টির পর মাঠে নেমেই ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়েছে টাইগাররা। ১৮তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৬০ রান নিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান তামিম ইকবাল। মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। তবে এ পার্টনারশিপটি খুব দ্রুতই ভেঙে গেছে। ২০তম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৮ রান নিয়ে সাজঘরে ফিরেছেন লিটন দাশ। মুশফিকের সঙ্গে এখন ব্যাটিংয়ে নেমেছেন সাকিব আল হাসান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। মাত্র ৪০ বলে দলীয় ফিফটি পূরণ করেন দুজন, যা ভারতের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম। এর আগে ২০১১ সালে ৩০ বলে দলীয় ফিফটি করেছিল বাংলাদেশ। ১৩.১ ওভারে দলীয় শতরান পূর্ণ করেন সৌম্য ও তামিম। কিন্তু হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরই ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন ঠাণ্ডা মাথার ব্যাটসম্যান সৌম্য।
বাংলাদেশ দলে আজ দুজনের অভিষেক হচ্ছে। লিটন কুমার ও মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন।
প্রথমবারের মতো চার পেসার নিয়ে ওয়ানডে খেলবে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
রনি তালুকদার, মুমিনুল হক ও আরাফাত সানী দলের বাইরে থাকবেন।
বাংলাদেশ একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারতীয় একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৫/ এস আহমেদ