'সম্মান' রক্ষার ম্যাচে শিখর ধাওয়ানের ৭৫ রান, অধিনায়ক ধোনির ৬৯ রান ও শেষ দিকে রায়নার ৩৮ রানের উপর ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে। ভারতের হয়ে আজ সর্বোচ্চ রানসংগ্রাহক শিখর ধাওয়ান। নাসির হোসেনের হাতে চমৎকার এক ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরার আগে ৭৩ বলে ৭৫ রান করেন তিনি। এর আগে নিজের প্রথম ওভারের পঞ্চম বলে বিরাট কোহলিকে ২৫ রানে সরাসরি বোল্ড করেন সাকিব। এর আগে রহস্যময় পেসার মুস্তাফিজের হাতেই ভারতের উইকেট পতন শুরু হয়। ভারতীয় ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে মুস্তাফিজুরের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। অাউট হওয়ার আগে রোহিতের সংগ্রহ ছিল ২৯ রান। মুস্তাফিজ তার চতুর্থ ওভারের শেষ বলে এ উইকেটটি পান। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ধাওয়ান। আর অধিনায়ক ধোনির সংগ্রহ ৭৭ বলে ৬৯ রান।
বাংলাদেশের হয়ে মাশরাফি ৩টি উইকেট, পেসার মুস্তাফিজুর রহমান ২টি ও সাকিব আল হাসান ১টি উইকেট নিয়েছেন।
এর আগে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ আশঙ্কা থেকে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে তিন ম্যাচ একদিনের সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে। ভারতের বিপক্ষে এটা বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
এদিকে, আজকের ম্যাচে জিততে পারলে হোয়াইটওয়াশ হবে সফরকারী ভারত। এমনটা হলে টানা তিনটি দেশকে হোয়াইটওয়াশ করার অনন্য কৃতিত্ব গড়বে বাংলাদেশ। আর ভারত আজকের ম্যাচ জিতে 'মান' নিয়ে দেশে ফিরতে মরিয়া।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৫/শরীফ