ব্যক্তিগত ৫ রানেই সাজঘরে ফিরে গেলেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ধাওয়াল কুলকার্নির বলে লেগ বিফোর উইকেট এলবিডাব্লিউ হয়ে দলীয় ৮ রানের মাথায় আউট হন তামিম। ভারতকে হোয়াইটওয়াশ করতে ৩১৮ রানের লক্ষ্যে সৌম্য সরকারকে নিয়ে ইনিংসের সূচনা করতে নামেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। তবে বেশিদূর যেতে পারেননি। তামিম অাউট হয়ে গেলে মাঠে নামেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। সৌম্য সরকার ২২ রান ও লিটন ২ রান নিয়ে ক্রিজে আছেন। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ ওভার শেষে ৩৪ রান।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করে শিখর ধাওয়ান। অার অধিনায়ক ধোনি করেন ৬৯ রান। বাংলাদেশের হয়ে মাশরাফি ৩টি উইকেট, পেসার মুস্তাফিজুর রহমান ২টি ও সাকিব আল হাসান ১টি উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৫/শরীফ