বগুড়ায় যুবলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর নুরুল ইসলাম মন্ডলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় কাহালু উপজেলার ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত আদেশ প্রদান করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আজ বুধবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবু সাঈদ জামিন নামঞ্জুর করে নুরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে সুজানুর রহমান মন্ডল ও আব্দুর রহমান নামে আরো দু'জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়া হলেও আব্দুর রহমান মারা যাওয়ায় উপজেলা চেয়ারম্যান ও সুজানুরকে জেলহাজতে পাঠানো হয়।
বগুড়া কোর্ট পরিদর্শক শাজাহান আলী জানান, ২০১৩ সালের ৩ মার্চ নন্দীগ্রাম উপজেলা যুবলীগ নেতা রেজাউল আশরাফ জিন্নার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
অপরদিকে, বগুড়ার কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত আদেশ প্রদান করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা—১ শাখা এর সিনিয়র সহকারী সচিব লুত্ফুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে তার বরখাস্ত আদেশ প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ২০১০ সালে কাহালু থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৫/শরীফ