তামিম ইকবালের পর সাজঘরে ফিরলেন আরেক ওপেনার সৌম্য সরকারও। ৩৪ বলে ৪০ রানের চমৎকার একটা ইনিংস খেলে আউট হন তিনি। এর ফলে দলীয় ৬২ রানে বাংলাদেশ তাদের দ্বিতীয় উইকেট হারায়। সৌম্যের উইকেটটিও পেয়েছেন পেসার কুলকার্নি। এর আগে মাত্র ৫ রানেই সাজঘরে ফিরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ধাওয়াল কুলকার্নির বলে লেগ বিফোর উইকেট এলবিডাব্লিউ হয়ে দলীয় ৮ রানের মাথায় আউট হন তামিম। এখন ক্রিজে আছেন লিটন কুমান ও মুশফিকুর রহিম। লিটনের সংগ্রহ ৭ রান। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০.১ ওভার শেষে ৬৬ রান।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করে শিখর ধাওয়ান। অার অধিনায়ক ধোনি করেন ৬৯ রান। বাংলাদেশের হয়ে মাশরাফি ৩টি উইকেট, পেসার মুস্তাফিজুর রহমান ২টি ও সাকিব আল হাসান ১টি উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৫/শরীফ