মুস্তাফিজ আইল
চারিদিকে মুস্তাফিজের জয়গান। ভারতীয় ব্যাটসম্যানদের আতঙ্কের নাম মুস্তাফিজ। ওয়ানডেতে অভিষেক ঘটিয়ে বিশ্ব ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন বাংলাদেশের এ তরুণ বোলার। মিরপুরে গতকাল বাংলাদেশের বাস দেখার পরই দর্শকরা মুস্তাফিজ মুস্তাফিজ বলে চিৎকার করতে থাকে। মুস্তাফিজও হাত নেড়ে তাদের অভিনন্দন জানান। মজার ব্যাপার হলো ভারতীয় ক্রিকেটারদের বাস দেখে দর্শকরা চিৎকার করতে তাকে মুস্তাফিজ আইল, মুস্তাফিজ আইল বলে। ১৯৭৮ সালে ফুটবল লিগে আবাহনী দুবার হেরে যায় ওয়ারীর কাছে। সেই থেকে ওয়ারী আইল বলে আবাহনীদের ভয় দেখানো হতো। শ্লোগানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার ভারতের ক্রিকেটারদের দেখলেই মুস্তাফিজ আইল শ্লোগান দেওয়া হচ্ছে।
পাত্তাই পাবে না
পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও সিরিজ জিতল বাংলাদেশ। এরপর আসছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে একবারই তাদের হারানোর কৃতিত্ব রয়েছে টাইগারদের। কিন্তু এখনকার চেহারা পুরোপুরি ভিন্ন। গ্যালারির দর্শকদের একটাই কথা, আফ্রিকা যতই শক্তিশালী হোক না কেন এবার তারা পাত্তাই পাবে না। এক মুস্তাফিজই শেষ করে দেবে।
কি করব?
বগুড়ার অনেক ক্রিকেটপ্রেমীই গতকাল বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে দেখতে ঢাকায় আসেন। গ্যালারিতে হাফিজ উল্লাহ নাম এক দর্শকের সঙ্গে আলাপ হলে তিনি বলেন, কি করব ভাই আমাদের শহীদ চান্দু স্টেডিয়ামে এখনতো আর আন্তর্জাতিক ম্যাচ হয় না। তাই খেলা দেখতে ঢাকায় ছুটে আসতে হচ্ছে।
ধোনির ঘুম নেই
মহেন্দ্র সিং ধোনিকে সব সময় হাসিখুশিই দেখা যেত। মুড অফে তাকে খুব কমই দেখা গেছে। এবারে বাংলাদেশে এসে সেই ধোনিকে দেখা যাচ্ছে সারাক্ষণই মন মরা। ঢাকায় এসে টানা দুই ম্যাচ হেরে ধোনির চোখে ঘুম নেই। আর এতে নাকি তার ওজনও কমে গেছে। এসব তথ্য অবশ্য কোনো নির্ভরযোগ্য সূত্রের নয়। দর্শকরা নিজ থেকেই গ্যালারিতে এ কথা বলছিলেন।