তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখন যৌথভাবে শীর্ষে বাংলাদেশি পেসার মুস্তাফিজ।
বুধবার ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রোহিত শর্মা ও সুরেশ রায়নার উইকেট দুটি নিয়ে তিনি এ কীর্তি গড়েন।
এরআগে, ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলীয় ফাস্ট বোলার রায়ান হ্যারিস এক সিরিজে ১৩ উইকেট নিয়ে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন।
চলতি সিরিজের প্রথম ম্যাচে ৫০ রান খরচে ৫ উইকেট নেন মুস্তাফিজ। এরপর দ্বিতীয় ম্যাচে ৪৩ রান খরচে ৬ উইকেট তুলে নেয় তিনি।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৫/মাহবুব