বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ একদিনের সিরিজে ভারতের পারফরম্যান্স না বললেও চলবে। শুধু শেষ ম্যাচে জিতে কোনো রকমে মান নিয়ে দেশে ফিরে ধোনি ও কোহলিরা। আর সফরকারীদের অন্যতম সদস্য ও টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সামগ্রিক পারফরম্যান্সতো আরো খারাপ। তিন ম্যাচ মিলিয়ে কোহলির সংগ্রহ মাত্র ৪৯ রান।
ব্যাটে তেমনভাবে জ্বলে উঠতে না পারলেও প্রেমিকার আবদার ঠিকই মিটিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ক্রিকেট খেলে যে ফলাফলই হোক না কেন, আনুশকার জন্য বাংলাদেশের 'জামদানি শাড়ি' নিতে ভুল করেননি বিরাট।
ঢাকার সোনারগাঁও হোটেলে খেকেই আনুশকাসহ আরো কয়েকজনের জন্য মোট ৭টি জামদানি শাড়ি একাই নিয়েছেন বলে জানা গেছে। শুধু কোহলি নয়, দলের অারো কয়েকজন সদস্যও নাকি কিনেছেন জামদানী শাড়ি।
বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৫/শরীফ