পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ জুন ঢাকায় পা রাখছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসরা ঢাকায় আসার আগেই বড় ধরনের একটি ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদকে না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডের পুরনো ব্যথা 'সাইড স্ট্রেইন' দেখা দেয়। ফলে খেলতে পারেননি শেষ ওয়ানডে। সেই ব্যথা এখনো রয়ে গেছে তাসকিনের। যা দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত থাকতে পারে। ব্যথার জন্য ২-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফাস্ট বোলারকে। তাতে ৫ ও ৭ জুলাই প্রোটিয়াসদের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচ না খেলার আশঙ্কা রয়েছে ডান হাতি এই পেসারের। তবে ১০ জুলাই শুরু ওয়ানডে সিরিজে খেলতে পারেন।
ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে উইকেট নেন দুইটি। শেষ ওয়ানডের আগে অনুশীলনে সাইড স্ট্রেইন হয়। তাই মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। তাসকিনের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, 'তাসকিন যে ধরনের আঘাত পেয়েছেন, সেখান থেকে সেরে উঠতে দুই থেকে চার সপ্তাহ লাগবে। আমি আশা করি, সে ওয়ানডে সিরিজ খেলবে। টি-২০ সিরিজ খেলার সম্ভাবনা কম।' তবে তাসকিন আত্মবিশ্বাসী খেলার বিষয়ে, 'দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে অল্প সময়ের মধ্যেই আমি ফিট হয়ে উঠব বলে আশা করছি।'