একাদশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঘিরে আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনকে নিয়ে বিতর্কের রেশ কেটে গিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে এখন দারুণ সুসম্পর্ক বিরাজমান। এর অংশ হিসেবে সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজ জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে আ হ ম মুস্তফা কামালকে চিঠি পাঠিয়েছেন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া।
শুধু চিঠি নয়, উপহারও পাঠিয়েছেন ডালমিয়া। মুস্তফা কামালের জন্য পাঞ্জাবি ও তার স্ত্রীর জন্য শাড়ি পাঠানো হয়েছে উপহার হিসেবে। চলতি বছর অষ্টম আইপিএলের ফাইনাল দেখতে মুস্তফা কামালকে আমন্ত্রণ জানিয়েছিলেন ডালমিয়া। তখন কলকাতা সফরে কামালও একই রকম উপহারসামগ্রী নিয়ে গিয়েছিলেন ডালমিয়া পরিবারের জন্য।
মুস্তফা কামালকে চিঠিতে ডালমিয়া লিখেন' 'আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো মজবুত করার লক্ষ্যে, ক্রিকেটপাগল ভারতীয় জনগণের ভালবাসা ও প্রশংসার স্মারক হিসেবে এই উপহারসামগ্রী প্রেরণ করছি। আপনাদের জন্য সকল ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করছি।'
উল্লেখ্য, সম্প্রতি ভারতের বিপক্ষে একদিনের ক্রিকেট সিরিজে ২-১ এ প্রথমবারের মতো কোনো ক্রিকেট সিরিজ জিতে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৫/শরীফ