বাংলাদেশের কাছে ষধ্র ওয়ানডে সিরিজে হারের পর ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তবে ভারতীয় অধিনায়ককে যেভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে তাতে মোটেই খুশি নন পাকিস্তানের টি-২০ অধিনায়ক শহীদ আফ্রিদি। আফ্রিদি এটাকে 'উপমহাদেশীয় ধারা' হিসেবে অভিহিত করেছেন। যেখানে বাজেভাবে একটা সিরিজ হারলেই ক্রিকেট হিরোদের মুণ্ডুপাত শুরু হয়ে যায়।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আফ্রিদি বলেন, 'বাংলাদেশে সিরিজ হারার পর ধোনির সঙ্গে যেভাবে ব্যবহার করা হচ্ছে তা সত্যিই আমাকে কষ্ট দিচ্ছে। আমি মনে করছি, এটা পুরোপুরি উপমহাদেশীয় ধারা। যেখানে বাজেভাবে একটা পরাজয়ের পর আমাদের বীরদের অযাচিত সমালোচনা করা হয়ে থাকে। একই সময়ে সঠিক চিত্র তুলে না ধরার জন্য গণমাধ্যমও দায়ী।'
আফ্রিদি আরো বলেন, 'আমি বলছি না, একজন খেলোয়াড় অথবা অধিনায়ককে বর্তমান পারফরমেন্স পর্যালোচনা করে সমালোচনা করা উচিত নয়। আপনি তার সমালোচনা করুন। কিন্তু অনুগ্রহ করে তার ইতিহাসকে ভুলবেন না। আপনি যখন ধোনির সমালোচনা করবেন, যে কোনো উপসংহারে আসার আগে তার রেকর্ডের দিকে চোখ ফেরান। বেশ কয়েক বছর যাবৎই তিনি ভারতের অসাধারণ একজন খেলোয়াড়। তার রেকর্ডই এর স্বপক্ষে কথা বলবে।'
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৫/শরীফ