ওয়ানডে ক্রিকেটে থেকে ব্যাটিং পাওয়ার প্লে বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিং ও বোলিং এর ভারসাম্য আনতে মূলত এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
শুক্রবার বার্বাডোজে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধন্ত নেয়া হয়।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ১০ ওভারের মধ্যে কোন বাধ্যতামূলক ক্লোজ ফিল্ডার রাখা হবে না। এছাড়া, ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে থাকছে না কোন ব্যাটিং পাওয়ার প্লে। তবে, ৪০ ওভারের পর ত্রিশ গজ সার্কেলের বাইরে সর্বোচ্চ ৫ জন ফিল্ডার রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
এছাড়া আগে যেখানে শুধু পায়ের নো বলে ফ্রি হিট দেয়া হতো। এখন সেখানে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব রকম নো বলেই ফ্রি হিটের সিদ্ধান্ত নেয় আইসিসি।
আইসিসির নেয়া এসব সিদ্ধান্ত ৫ জুলাই থেকে কার্যকর করা হবে। ফলে আগামী জুলাই মাস থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের মধ্যকার অনুষ্ঠিত সিরিজে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৫/মাহবুব