পদত্যাগের ঘোষণা দিয়েও এখন ভিন্ন কথা বলছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি সেপ ব্লাটার। তিনি বলেছেন, গত ২ জুন তিনি পদত্যাগের ঘোষণা দেননি। নিজেকে শুধু পরবর্তী কংগ্রেসের কাছে সপে দিয়েছেন। সুইস পত্রিকা ব্লিকসে দেওয়া সাক্ষাতকারে এমনটিই জানিয়েছেন তিনি।
ফিফা কংগ্রেসে ভোটে বিজয়ী হওয়ার চার দিনের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে তার অফিস থেকে জানানো হয়েছিল উত্তরসূরি না আসা পর্যন্ত ব্লাটার এই পদে বহাল থাকবেন। এবার ব্লাটার বললেন ভিন্ন কথা।
জুরিখে ফিফা মিউজিয়াম পরিদর্শন শেষে ব্লাটার ব্লিকসকে বলেছেন, 'আমি পদত্যাগ করিনি। পরবর্তী ফিফা কংগ্রেসে শুধু নিজের ভাগ্য ছেড়ে দিয়েছি।' শুক্রবার এমন সংবাদই ছাপা হয়েছে পত্রিকাটিতে। যেখানে বলা হয়েছে, ব্লাটার এর আগে 'পদত্যাগ' শব্দটি ব্যবহার করেননি।
ব্লিকসে ছাপা মন্তব্যটি সঠিক বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিফা।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৫/ এস আহমেদ