ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ চলায় এতদিন খেলা নিয়েই ব্যস্ত ছিলেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। এ কারণে বন্ধুদের সময় দিতে পারেননি তিনি। ভারত সিরিজ শেষ। শুধু তাই নয়, ভারতের কাছ থেকে সিরিজ জিতে অনেকটা ফুরফুরে মেজাজে টাইগাররা। তার ওপর আবার ছুটি। তাই পরিবার পরিজনদের সাথে কাটাচ্ছেন অলস অবসর। আবার সিরিজ চলাকালীন সময়ে পরিবার পরিজনের সাথে একসাথে ইফতার না করতে পারলেও ছুটিতে ঠিকই জমিয়ে ইফতার করছেন।
ভারত সিরিজ শেষে সাব্বির রহমান ছুটিতে এখন নিজ শহর রাজশাহীতে। বহুদিন পর সুযোগ হলো বন্ধু-বান্ধবদের নিয়ে একসাথে ইফতারি করার। হরেক রকম আয়োজন নিয়ে এক সাথে বসে পড়লেন শোবার ঘরের বিছানাতেই। পিয়াজু, বেগুনী, চপ, ছোলা, হরেক রকম ফল, মুরগী কিছু বাদ গেল না। গতকাল শুক্রবার ভরপেট ইফতারির আগে বন্ধুদের নিয়ে তুলে ফেললেন সেলফিও। আর সেটিই পোস্ট করে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ফেরিফাইড পেজে।
বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৫/মাহুবুব