নিজের বোনকে জড়িয়ে অশালীন মন্তব্য করায় ফেসবুক অনুসারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার নাসির হোসেন।
শনিবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যেমে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার নাসির নিজের গ্রামের বাড়ি রংপুরে যান। বিমানের ওই ভ্রমণের সঙ্গী ছিলেন তারই ছোট বোন। দুই ভাইবোনের একটি সেলফি তুলে সেটি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে আপ্লোড করেন নাসির। সেখানে তিনি ছবির নিচে ক্যাপশনও দেন যে ছোটবোনের সাথে সেলফি তুলেছেন তিনি। তবু বাংলাদেশি কিছু ফেসবুকার যারা কিনা নাসিরের অনুসারী, এই ছবিটি নিয়ে অশালীন মন্তব্য করতে থাকেন। এতে করে মর্মাহত নাসির শনিবার সকালে নিজের ফেসবুক পেজটি থেকে বোনের সাথে তোলা ছবিটি সরিয়ে নেন তিনি। এছাড়াও ‘ডোন্ট ফলো মি’ ক্যাপশনে একটি ছবি আপ্লোড করে তাকে অনুসরণ না করার জন্য অনুরোধ জানান।
এসময় তার বক্তব্যটি ছিলো, ‘আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম, এখন খুশিতো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না। ধন্যবাদ।’
বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৫/মাহুবুব