কলম্বো টেস্টের দিন শেষে চালকের আসনে বসেছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে পাকিস্তানের ১৩৮ রানের জবাবে শ্রীলঙ্কা গতকাল অলআউট হয়ে যায় ৩১৫ রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়িয়েছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ১৭১ রান করেছে পাকিস্তান। হাফ সেঞ্চুরি করেছেন আহমেদ শেহজাদ ও আজহার আলী। এখনো শ্রীলঙ্কার চেয়ে ৬ রানে পিছিয়ে সফরকারীরা।
আগের দিনের ৩০৪ রানের সঙ্গে গতকাল আর মাত্র ১১ রান যোগ করতে পেরেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের শেষ উইকেটটি নিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। প্রথম ইনিংসে ইয়াসিরের ষষ্ঠ উইকেট এটি।
কাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ হাফিজকে হারিয়ে বিপদে পড়েছিল মিসবাহর দল। আহমেদে শেহজাদ ও আজহার আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে দিন শেষে ভালো অবস্থানে পাকিস্তান। শেহজাদ ৬৯ রান করে আউট হলেও ৬৪ রান করে অপরাজিত রয়েছেন আজহার আলী।